বিএনপি ছাড়া দেশের পক্ষে আর কেউ নেই: সালাহউদ্দিন

বিএনপি ছাড়া দেশের পক্ষে আর কেউ নেই: সালাহউদ্দিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৬, ২৩ জানুয়ারি ২০২৬

বিএনপিই একমাত্র বাংলাদেশের স্বার্থরক্ষাকারী শক্তি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশি শক্তির দালালরা ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা এখনও বিভ্রান্তিমূলক রাজনীতিতে লিপ্ত রয়েছে, জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না। বর্তমান বাস্তবতায় বিএনপিই একমাত্র দল, যারা দৃঢ়ভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান করছে।

তিনি বলেন, বিএনপি শুরু থেকেই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে আসছে। শহীদদের আত্মত্যাগ ও প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী, টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দলীয় সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বাগ্রে বিবেচনায় রাখা হবে। সে লক্ষ্যেই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে। তিনি পুনরায় উল্লেখ করেন, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি কখনো পিছপা হয়নি এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

যারা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন—তাদের প্রত্যাশা যেমন, তেমনি দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষাও একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। তিনি দাবি করেন, অতীতে ফ্যাসিবাদী শাসন কায়েমকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জনগণই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। ভবিষ্যতেও যদি কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement