‘মাটির মেয়ে’ নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে, দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া

Published : ১৬:৩৮, ১ জুলাই ২০২৫
তিন দিন আগে ইউটিউবে মুক্তি পাওয়া নাটক ‘মাটির মেয়ে’ ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে ২৫ জুন নাটকটি প্রকাশের পর থেকেই এটি ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল শনিবার থেকে এটি রয়েছে ট্রেন্ডিংয়ের এক নম্বরে। ইউটিউবে ভিউ ছাড়িয়ে গেছে ৫১ লাখের বেশি, মন্তব্যের সংখ্যাও পাঁচ হাজারের উপরে।
নির্মাতা আর্থিক সজীবের দিকনির্দেশনায় নির্মিত এই নাটকে সংবেদনশীল একটি গল্প উপস্থাপন করা হয়েছে যা দর্শকের হৃদয় স্পর্শ করেছে। নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, শায়লা সাথী, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, আনোয়ার শাহী ও সুচনা শিকদারসহ অনেকে।
দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে নানা আবেগঘন অভিজ্ঞতা। কেউ কেউ বলেছেন, দীর্ঘদিন পর কোনো নাটক দেখে চোখে পানি এসেছে। একজন দর্শক নাটকের শেষ অংশ নিয়ে লিখেছেন, বাস্তব জীবনের সঙ্গে মিলে যাওয়া ঘটনাগুলো যেন হৃদয় ছুঁয়ে যায়। কেউ বলেছেন, এই নাটকে মায়ের চরিত্র যেমন হওয়া উচিত, তেমনি ফুটে উঠেছে জীবনের বাস্তবতা।
নাটকে অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন তামিম খন্দকার ও শায়লা সাথী। একজন দর্শক জানিয়েছেন, এই জুটির আরও নাটক দেখতে চান তিনি। অনেকে বলেছেন, নাটকের গল্প, নির্মাণশৈলী ও সংলাপ তাদের মনে গভীর দাগ কেটেছে।
নির্মাতা আর্থিক সজীব জানিয়েছেন, এই নাটকে একজন সহজ-সরল মেয়ের জীবনের বাস্তব কষ্ট ও সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। তার ভাষায়, ‘নাটকটিতে একাধিক মন্তাজ ব্যবহার করেছি, এটি একটি সিনেম্যাটিক গল্প। মা ও মেয়ের সম্পর্কের আবেগ নাটকটিকে অনন্য করেছে।’
প্রযোজক মনোয়ার পাঠান বলেন, ‘ভালো গল্প, নির্মাণ ও অভিনয় দর্শক টানে। “মাটির মেয়ে” তার প্রমাণ দিয়েছে।’
দর্শকদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, এই নাটক শুধু বিনোদন নয়, বরং একটি আবেগঘন বার্তা নিয়েও এসেছে, যা অনেককেই নাড়া দিয়েছে।