নির্বাচনী ব্যয়ে অর্থ বরাদ্দে সংকোচ হবে না: অর্থ উপদেষ্টা

Published : ১৭:৩৬, ১ জুলাই ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিং কার্যক্রম নিয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ডিএপি ও ইউরিয়া সার এবং এলএনজি কেনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানি করা গেলে সার উৎপাদন ও সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেটিই চূড়ান্ত। এর বাইরে কোনো নতুন প্রজ্ঞাপন নেই এবং আগে থেকেও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তিনি কেবল তা কার্যকর করেছেন।
চট্টগ্রাম বন্দরের চলমান স্থবিরতা বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, বন্দরে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যে সব পণ্য ইতিমধ্যে বন্দরে প্রবেশ করেছে, সেগুলোর জাহাজীকরণ কাজ শুরু হবে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না হলেও তিনি মনে করেন, খুব বড় ধরনের ক্ষতি হয়নি।