দুপুরের আগে ঝড়বৃষ্টি হতে পারে যেসব জেলায়

Published : ১২:৩৩, ১ জুলাই ২০২৫
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।