ডেপুটি ম্যানেজারের গরু মাংস নিষিদ্ধে তীব্র কর্মী প্রতিবাদ

ডেপুটি ম্যানেজারের গরু মাংস নিষিদ্ধে তীব্র কর্মী প্রতিবাদ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ৩১ আগস্ট ২০২৫

ভারতের কেরালা রাজ্যের কোচিতে কানারা ব্যাংকের এক শাখার ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি রিজিওনাল ম্যানেজার অশ্বিনী কুমার। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শাখার কর্মীরা প্রতিবাদ জানিয়ে শাখার সামনে এক অভিনব কর্মসূচি চালান। তারা ‘বিফ পার্টি’ নামে একটি আয়োজন করেন এবং কেরালার ঐতিহ্যবাহী গরুর মাংস ও পরোটা প্রকাশ্যে পরিবেশন করেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অশ্বিনী কুমার সম্প্রতি বিহার থেকে কেরালায় বদলি হয়ে এসেছেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে কর্মীদের হয়রানি করার অভিযোগও উঠেছে।

ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই) এই ঘটনার প্রেক্ষিতে জানায়, খাবার খাওয়ার বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত এবং এটি ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত।

কেরালার কিছু রাজনৈতিক নেতাও ব্যাংক কর্মীদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। বামপন্থি স্বতন্ত্র আইনপ্রণেতা কেটি জলিল বলেন, “কে কী খাবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নির্ধারণ করা উচিত নয়। কেরালায় ফ্যাসিবাদী চিন্তাধারার কোনো স্থান নেই।”

উল্লেখ্য, কেরালার সংস্কৃতিতে গরুর মাংস একটি প্রচলিত খাবার। রাজ্যটিতে বহু হিন্দু নাগরিকও নিয়মিতভাবে গরুর মাংস খান। এর আগেও ২০১৭ সালে বিজেপি সরকার কেরালায় গরু জবাই ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলে ব্যাপক প্রতিবাদ হয় এবং রাজ্যজুড়ে ‘বিফ উৎসব’ পালিত হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement