ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন সেই ভ্যান্স!

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন সেই ভ্যান্স!

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১২:৩৮, ১৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে ডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ জুলাই) ট্রুথ সোশ্যালে রানিংমেট হিসেবে ৩৯ বছর বয়সী ভ্যান্সের নাম ঘোষণা করেন তিনি। এ সিদ্ধান্তের ফলে বেশ কয়েক মাস ধরে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট বাছাই নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান হলো। 

ট্রাম্প লেখেন, ওহাইওর এই রিপাবলিকানই অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্স আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই করা চালিয়ে যাবেন, আমাদের সামরিক বাহিনীর পাশে থাকবেন এবং আমেরিকাকে আবারও বিশ্বসেরা বানাতে তিনি আমাকে সবরকম সহায়তা করবেন।

এ ঘোষণার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ভ্যান্স ট্রাম্পের প্রশংসা করছেন এমন একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করে রিপাবলিকান পার্টি।

সেখানে ভ্যান্স বলছিলেন, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের একজন সহযোগী হিসেবে থাকতে পেরে আমি গর্বিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ভ্যান্স হলেন একজন ইয়েল-শিক্ষিত পুঁজিবাদী উদ্যোক্তা। তার লেখা সর্বাধিক বিক্রিত স্মৃতিকথা হিলবিলি এলিজি থেকে চলচ্চিত্রও হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে অকপটে তার সমালোচনা করেন ভ্যান্স। 

ভ্যান্সের ছোটবেলা কেটেছে কষ্টে। মা ছিলেন মাদকাসক্ত। শৈশবে তার বাবা তার মা ও তাকে ছেড়ে চলে যান। মূলত দাদা-দাদি তাকে লালন-পালন করে বড় করেন।

একবার বলেছিলেন, ট্রাম্প "আমেরিকার হিটলার" হতে পারেন। তবে হিলবিলি প্রকাশের পর ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করেন ভ্যান্স। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বইটি আমাদের দেশের পরিশ্রমী পুরুষ ও নারীদের বিজয়ী করেছে।

সেই ভ্যান্স আজ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। জিতলে ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সহজ সুযোগও পাবেন তিনি। কারণ ট্রাম্প আর দাঁড়াতে পারবেন না।

এদিকে রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ভ্যান্সের নিন্দা জানিয়ে তারা বলছে, তিনি ট্রাম্পের কট্টর এমএজিএ এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement