চট্টগ্রামের জয় বড়ুয়া এখন আন্তর্জাতিক মঞ্চে

Published : ১৫:৩০, ২০ আগস্ট ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীর ছেলে জয় বড়ুয়ার নেতৃত্বাধীন ‘রোবোলাইফ টেকনোলজিস’ বাংলাদেশি পর্যায়ে দেশের সেরা স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়ে এবার আন্তর্জাতিক পর্বের দিকে এগোচ্ছে। আগামী ১৭ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য Startup World Cup Grand Finale-এ এই দল অংশগ্রহণ করবে।
এই প্রতিযোগিতায় বিজয়ীরা এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন। বিশ্বমানের উদ্যোক্তা ও কর্পোরেট নেতাদের উপস্থিতিতে এই সুযোগটি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য গৌরবের।
প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন এমন আন্তর্জাতিক ব্যক্তিত্বরা যাদের মধ্যে আছেন:
ইলন মাস্ক, টেসলা এবং স্পেসএক্স-এর CEO , বারবারা করোরান, এবিসি’র শার্ক ট্যাংক ,বিনোদ খোসলা, খোসলা ভেঞ্চারস-এর প্রতিষ্ঠাতা ,লিঙ্কডইন, উবার, টি-মোবাইল, ওয়েমো, রোব্লক্স, রেডডিট-এর শীর্ষ নির্বাহী, স্যামসাং ভেঞ্চারস, ইন্টেল ক্যাপিটাল, নরওয়েস্ট ভেঞ্চার পার্টনারস-এর শীর্ষ বিনিয়োগকারী
রোবোলাইফ টেকনোলজিসের টিম ইতোমধ্যেই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তি তুলে ধরার জন্য প্রস্তুত। দেশের তরুণদের জন্য এটি এক গর্বের বিষয় যে, বাংলাদেশি স্টার্টআপ বিশ্বের বৃহত্তম উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সামনে নিজের উদ্ভাবন দেখাতে যাচ্ছে।
টিমের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলা যায়, তাদের সাফল্য বাংলাদেশের স্টার্টআপ এবং প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
BD/AN