গাজীপুরে সাবেক মেয়রের নামে ব্যাংক কেলেঙ্কারি ধরা পড়ল

গাজীপুরে সাবেক মেয়রের নামে ব্যাংক কেলেঙ্কারি ধরা পড়ল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৬, ২০ আগস্ট ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব খুলে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।

বাকি আসামিদের মধ্যে রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ি শাখার সাবেক ব্যবস্থাপক মোতালিব হোসেন, গাজীপুরের বাসিন্দা শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ওরফে রবিন, শহিদুল ইসলাম, খাগড়াছড়ির প্লটু চাকমা এবং গাজীপুর সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল।

এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ৭ অক্টোবর প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কোনাবাড়ী শাখায় গাজীপুর সিটি করপোরেশনের নামে একটি ভুয়া চলতি হিসাব খোলা হয়। কোনো বৈধ রেজল্যুশন, সভার কার্যবিবরণী বা নথি ছাড়াই শাখা ব্যবস্থাপকের সহযোগিতায় হিসাবটি খোলা হয় এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম একক স্বাক্ষরে হিসাব পরিচালনা করেন।

দুদক জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা, হোল্ডিং ট্যাক্স ও ফি বাবদ পে-অর্ডারের মাধ্যমে হিসাবটিতে টাকা জমা হলেও নগদে তা উত্তোলন করা হয়। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মোট ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা ৫০ পয়সা জমা হয়, যার বড় অংশ আসামিরা উত্তোলন করেছেন।

দুদক অভিযোগ করেছে, আসামিরা যোগসাজশে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মামলাটি দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement