নির্বাচনে সারজিসের সম্ভাব্য আসন নিয়ে জল্পনা

নির্বাচনে সারজিসের সম্ভাব্য আসন নিয়ে জল্পনা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৩, ১৫ আগস্ট ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনে শুরু হয়েছে নির্বাচনি উষ্ণতা। আসনটিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে—দলটির জেলা আমির মাওলানা ইকবাল হোসাইনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি সুশৃঙ্খলভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত না করলেও সাবেক জাতীয় সংসদ স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। তবে দলীয় অন্য কোনো সম্ভাব্য প্রার্থীর কার্যক্রম চোখে পড়ছে না।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। দুর্নীতি ও ঘুসবিরোধী অবস্থান ঘোষণা করে উঠান বৈঠক, সভা-সমাবেশ ও গণসংযোগ চালাচ্ছেন তিনি। পঞ্চগড়ের সন্তান হিসেবে এখানকার মানুষের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির ভোটভিত্তি, জামায়াতের জনসংযোগ এবং এনসিপির নতুন ধারা—এসব মিলিয়ে পঞ্চগড়-১ আসনে এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement