বিমানের হ্যাঙ্গার থেকে ১০টি চাকা চুরি: তদন্ত শুরু

বিমানের হ্যাঙ্গার থেকে ১০টি চাকা চুরি: তদন্ত শুরু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৫, ২০ আগস্ট ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ঘটনার সঙ্গে জড়িত হয়ে দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তারা বিমান কোম্পানির ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি’ করে একটি বেসরকারি এয়ারলাইন্সকে দিয়েছে। এ ঘটনার জন্য বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজের চাকা চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলারের মধ্যে, যা অনুযায়ী প্রায় কোটি টাকার চাকা বিক্রি করা হয়েছে। তবে এসব চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং সেগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান।

গত সোমবার বিমানবন্দর থানায় জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন। তবে জিডিতে ঘটনা সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেড থেকে পাওয়া যায়নি।

জিডিতে আরও উল্লেখ রয়েছে, চাকার খোঁজ না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তাকে ১০টি চাকা ‘ব্যবহারের জন্য’ দেওয়া হয়েছে। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে এবং পুলিশ নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখযোগ্য, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে উড়োজাহাজের চাকা চুরির অভিযোগ নতুনভাবে আলোচনায় এসেছে।

Source: Rtv Online  

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement