জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামের বাড়িতে চুরি হয়েছে। ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো দুই লাখ ২৫ হাজার টাকা চোর উচ্ছেদ করে নিয়ে গেছে।
১৪ আগস্ট রাতে ঘটনাটি ঘটেছে। তবে বুধবার (২০ আগস্ট) বিষয়টি সকালে প্রকাশ্যে আসে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে ছিলেন। সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি সাগরিকার অনুপস্থিতিতে তালা দিয়ে বন্ধ রাখা হয়েছিল।
সাগরিকার বাবা মো. লিটন জানান, জমানো টাকা এক প্রতিবেশী থেকে ধার নিয়ে ছিলেন এবং ঘটনার দিনই টাকা ফেরত দিয়েছেন। সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়ে যায়। তিনি বিষয়টি সন্দেহজনক ও রহস্যজনক বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ বিষয়টি দেখে গেছে এবং থানায় কয়েকবার গেছেন, কিন্তু প্রত্যাশিত সাড়া পাননি। তার মেয়ের পরিশ্রমের টাকা এইভাবে চুরি হবে ভাবতেও পারিনি।
সাগরিকা বলেন, “ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে গেছে। এটি আমার জন্য লজ্জার বিষয়। তাই আগে মিডিয়াতে প্রকাশ করিনি। তবে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, আমরা করেছি।”
তিনি আরও বলেন, “টাকা নিয়ে গেছে, কিন্তু আমার কপাল নিতে পারেনি। আমি সুস্থ থাকলে আবার আয় করতে পারব। তবে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Source: Rtv Online