জয়ের দাবি:আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না

Published : ১৬:৫৭, ২০ আগস্ট ২০২৫
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিয়মিত সামাজিক মাধ্যমে মতামত দেন। এবার তিনি দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে নিজের বিশ্লেষণ লিখেছেন।
জয় বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। তার মতে, আওয়ামী লীগের অনেক দোষ থাকলেও দেশের বড় একটি জনগোষ্ঠী দলটিকে সমর্থন করে। তাদের বাদ দিয়ে নির্বাচন করলে বিভক্তি আরও বাড়বে।
তিনি লিখেছেন, বিদেশে অনেকেই ড. মুহাম্মদ ইউনুসকে পছন্দ করছেন এবং বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইছেন। তবে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চান না। একই সঙ্গে তারা মনে করেন, এনসিপি ও জামায়াতকে অন্তত ১০০ আসনে সংসদে দেখতে হবে।
প্রবাসীরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন। তাদের মতে, ইউনুস সরকারের পক্ষে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ দেশের অনেক মানুষ এই সরকারকে সমর্থন করছে না। তাই তাকে আরও সময় দেওয়া দরকার।
জয়ের মতে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখনও বিভ্রান্তি আছে। এনসিপি নিয়ে অনেকে সহানুভূতিশীল, কারণ তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তবে তাদের আচরণে অনেকে বিরক্তও। জামায়াতের কার্যক্রম অনেকের কাছে ভালো লাগছে, কিন্তু মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে তাদের বিষয়ে সন্দেহ রয়ে গেছে।
তিনি আরও বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য মানুষ পছন্দ করছে, কিন্তু অনেক কর্মীর আচরণে সাধারণ মানুষ বিরক্ত। নেতারা প্রতিশোধ নয় বললেও কর্মীরা প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এতে হাই কমান্ডের নির্দেশনা উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সবশেষে জয় জানান, এটা তার ব্যক্তিগত বিশ্লেষণ। তিনি এটাকে খুব বড় কিছু মনে করেন না, তবে নাগরিক হিসেবে নিজের মতামত প্রকাশ করেছেন।
BD/AN