আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরা

আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব রাজনীতিবিদদের হাতেই থাকবে।

বুধবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ূন কবীর, জামায়াতের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ড. নাকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও ড. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। তিনি বলেন, নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে এবং সেই সময় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ও পরিচিতি তৈরি থাকাই এ আলোচনার অন্যতম লক্ষ্য ছিল।

সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বহুজাতিক জ্বালানি অনুসন্ধান কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী নেতারা

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement