শাপলা প্রতীক: এনসিপির দাবির বিষয়ে আর মন্তব্য করতে চান না সিইসি

শাপলা প্রতীক: এনসিপির দাবির বিষয়ে আর মন্তব্য করতে চান না সিইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নাগরিক ঐক্য শাপলা প্রতীকের দাবি করেছিল, কিন্তু তাদের এটি দেওয়া হয়নি। এই প্রতীকের বিষয়ে এনসিপির দাবির ব্যাপারে তিনি আর কিছু মন্তব্য করতে চান না।

আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

সিইসি বলেন, “নির্বাচন কমিশনের সচিব ইতোমধ্যেই শাপলা প্রতীকের বিষয়ে বিবৃতি দিয়েছেন। তাই আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।”

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বুধবার জানান, ভোটের প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে বিকল্প প্রতীকের জন্য নির্দেশ দেওয়া হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আবারও নির্বাচনে শাপলা প্রতীকের জন্য কমিশনে চিঠি পাঠানো হয়েছে।

একজন এনসিপি নেতা জানিয়েছেন, শাপলা প্রতীকের অনুমোদন না হলে নির্বাচন কিভাবে হবে, তা দেখার হবে। এই ধরনের বক্তব্যকে হুমকি মনে করা হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নে সিইসি নাসির উদ্দিন বলেন, তিনি এটিকে হুমকি হিসেবে দেখেন না।

তিনি আরও বলেন, “প্রতীকের বিষয়টি নিয়ে কমিশন ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা কারো কথায় চলি না, বরং নিরপেক্ষভাবে কাজ করতে চাই।”

সিইসি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, তা আমরা জোরদারভাবে নিচ্ছি।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যদি সব খেলোয়াড় ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে ম্যাচকে পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে না। তাই খেলোয়াড়দের উচিত ফাউল করার মানসিকতা থেকে দূরে থাকা।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement