জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরবে: আমান উল্লাহ

Published : ২১:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসবে।
বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি অনুযায়ী দেশ পরিচালিত হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন ফিরবে, সাধারণ মানুষ ফিরে পাবে বাকস্বাধীনতা। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে না।
তিনি আরও বলেন, গত ১৬ বছর জনগণ ভোগ করেছে দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়ে। এখন মানুষ মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনে নতুন প্রজন্ম ভোট দেবে, আর সেই ভোট হবে ধানের শীষের পক্ষে।
অমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যা, গুম আর অপরাজনীতি হয়েছে। ইলিয়াস আলীকে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশেই গুম করা হয়েছে এবং আজও তার কোনো খোঁজ মিলেনি।
কেরানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রথম আমাকে কেরানীগঞ্জ থেকে মনোনয়ন দিয়েছিলেন। এরপর চারবার আমাকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ফলে কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি কেরানীগঞ্জকে আধুনিক সিটিতে রূপান্তর করার প্রত্যয়ে আগামী নির্বাচনে তার পুত্র ব্যারিস্টার ইরফান আমান অমিকে ঢাকা-২ আসনে ভোট দেওয়ার আহ্বান জানান।
BD/AN