এনসিপি ও গণ অধিকার পরিষদ একত্রে লড়ছে

এনসিপি ও গণ অধিকার পরিষদ একত্রে লড়ছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজপথের আন্দোলন ও অভ্যুত্থান মোকাবিলায় গণ অধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে।

তিনি দাবি করেন, জনগণও এই দুই দলকে একত্রে দেখতে চায় এবং এ বিষয়ে ইতিমধ্যেই আলোচনার সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভবিষ্যতে কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই দলগুলোকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।”

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস দেখাতে পারছে না নির্বাচন কমিশন। এটি তাদের স্পষ্ট ব্যর্থতা, তারা ন্যূনতম সাহসও দেখাতে পারছে না।”

এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, “অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে সরকার যখন সফরে গিয়েছিল, তখন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব ছিল। সেখানে সীমাবদ্ধতা দেখানোয় তার দায় সরকারকেই নিতে হবে। নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতার প্রমাণ, যা আজ দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ আরও অনেকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement