বিএনপির মাঠ প্রতিরোধকে স্বাগত জানালেন পিনাকী ভট্টাচার্য

বিএনপির মাঠ প্রতিরোধকে স্বাগত জানালেন পিনাকী ভট্টাচার্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য উল্লেখ করেছেন, আওয়ামী লীগ যেকোনো স্থানে জামায়াত, বিএনপি বা এনসিপি যাদের ওপরই হামলা চালাক না কেন, সবাই মিলে তাদের প্রতিরোধ করা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে একত্রে লড়াই করার বিকল্প নেই।

বৃহস্পতিবার তিনি এই মন্তব্য ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগ যেকোনো প্রান্তে হামলা করুক, আমরা সবাই বুক দিয়ে ঠেকাব। আওয়ামী লীগকে রুখতে আমাদের একসাথে লড়াই করার বিকল্প নেই।

গতকাল বিএনপি যেভাবে মাঠে প্রতিরোধ দেখিয়েছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। জামায়াত বা হেফাজতকে আমরা এখন পর্যন্ত মাঠে দেখছি না। জুলাইয়ের মতো শক্তি নিয়ে মাঠে থাকা জরুরি। কেউ না আসুক, একাই ধাওয়া দিন, দেখবেন আশেপাশের মানুষ পাশে দাঁড়াচ্ছে।’

তিনি আরও নির্দেশ দেন, ‘আওয়ামী লীগের মিছিল দেখলে “ধর ধর” বলে হাক ডাকুন। দোকানে লাঠি রাখুন, পুলিশি বাশী ব্যবহার করুন।

মিছিল দেখলে দোকান থেকে বেরিয়ে লাঠি হাতে প্রতিরোধ করুন, কোনো দয়া নয়। পাড়ায়-পাড়ায় আওয়ামী প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন, কমিটি গঠন করুন। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত, স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নিন। আমরা আপনার পাশে আছি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement