মুনাফার চিন্তায় ব্যাহত হয় স্বাস্থ্যসেবা: প্রধান উপদেষ্টা

মুনাফার চিন্তায় ব্যাহত হয় স্বাস্থ্যসেবা: প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার বলেছেন, স্বাস্থ্যসেবা কখনোই শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়।

তার মতে, স্বাস্থ্যসেবাকে ব্যবসায়িক মুনাফার হাতে ছেড়ে দিলে তা সহজেই অর্থ আয় করার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। ফলে সর্বাধিক মুনাফার দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যসেবার মৌলিক উদ্দেশ্যকে ব্যাহত করে।

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন: প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের নীলনকশা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, স্বাস্থ্যসেবার নামে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। তবে ওষুধ ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক খাতকে শুধুমাত্র অর্থ লোভীদের হাতে ছেড়ে দিলে তা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বলছি না, অর্থ উপার্জনকারীরা খারাপ। তবে কেবল তাদের ওপরই এ দায়িত্ব ছেড়ে দেওয়া সঠিক হবে না।”

কোভিড-১৯ মহামারির সময় টিকা বিতরণের বৈষম্যের বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। তার বক্তব্যে উঠে আসে, বিশ্বের মাত্র ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ নিজেদের দখলে রেখেছিল।

প্রধান উপদেষ্টা স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার গুরুত্বও তুলে ধরেন। তার মতে, স্বাস্থ্যসেবার মতো খাতকে বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement