মালয়েশিয়ায় রোবটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বাংলাদেশি কিশোরদের

Published : ২২:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশান এন্ড এক্সিবিশান (WICE) ২০২৫-এ স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের দল ‘কিডজানা- আকাশ পাঠাবো’।
২১ থেকে ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত এই বৈশ্বিক আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দেড় শতাধিক দল অংশ নেয়।
ইন্দোনেশিয়ান ইয়াং সাইনটিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কিডজানার সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবিত দুর্যোগ ব্যবস্থাপনা রোবট ‘জেফিরন’ চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। আইটি এন্ড রবোটিক্স (আইআর) বিভাগে অংশ নেওয়া এই রোভারটি বিচারকদের বিশেষ প্রশংসা কুড়ায়।
প্রাকৃতিক দুর্যোগে বহুমুখী কার্যক্ষমতাসম্পন্ন এই রোবটটি ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে অগ্নি নির্বাপন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের তাপমাত্রা ও গ্যাস পর্যবেক্ষণসহ নানা জরুরি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ও অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা ‘জেফিরন’-এর অভিনবত্বকে দারুণভাবে স্বাগত জানান।
এই আসরে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপাইন, হংকং, তুরস্ক, তিউনিসিয়া, আলজেরিয়া সহ প্রায় ২০০-এরও বেশি দল অংশ নেয়।
বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী উদ্ভাবনী টিমের সদস্য ছিলেন সাফি বিন সুলতান, সাফওয়ান সাদাদ ও সাবিক বিন সুলতান। দলের উপদেষ্টা ছিলেন কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন, আর সার্বিক তত্ত্বাবধান করেন কিডজানার সিএমও সাদেকুল ইসলাম।
উল্লেখ্য, কিডজানা ক্রিয়েটিভ সেন্টার শিশু-কিশোরদের রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণিতসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে। সারা দেশে তারা পরিচালনা করছে আফটার-স্কুল প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপসহ নানান সৃজনশীল কার্যক্রম।
তাছাড়া আধুনিক শিক্ষা উপকরণ ও শেখার পদ্ধতির মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে কিডজানা ইতিমধ্যেই সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।
BD/AN