মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৮, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েকসহ বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ ও প্রতিটি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভিডিও বার্তায় দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement