হাদির ছবি সম্বলিত হেলমেট মাথায় প্যারাট্রুপিংয়ে :আশিক চৌধুরী
Published : ১৫:২১, ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য ও আবেগঘন ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে অংশ নিয়েছেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন সাহসী প্যারাট্রুপার।
এই ঐতিহাসিক আয়োজনে বিশেষভাবে দৃষ্টি কেড়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সংবলিত একটি বিশেষ হেলমেট পরে তিনি প্যারাট্রুপিংয়ে অংশ নেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রোববার (১৪ ডিসেম্বর) জানানো হয়, ৫৪ সদস্যের এই দলের একজন হিসেবে আশিক চৌধুরী তার জাম্পটি উৎসর্গ করেছেন একটি গভীর আবেগ ও সংহতির জায়গা থেকে। গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনায় এই প্রতীকী অংশগ্রহণ দেশবাসীর জন্য এক শক্ত বার্তা বহন করে।
ফেসবুক বার্তায় বিজয়ের আনন্দঘন মুহূর্তে হাদির আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে বিজয় দিবসে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে এই বিশেষ প্যারাসুট জাম্প ও বিশ্ব রেকর্ডের উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে, এই ব্যতিক্রমী ‘এয়ার শো’ ও প্যারাট্রুপিং দেখতে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। সকাল ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বিজয় দিবসে এমন সাহসী আয়োজন ও মানবিক বার্তা একদিকে যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করিয়ে দেয়, তেমনি আহত হাদির প্রতি জাতির সংহতি ও সহমর্মিতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বিডি/এএন



























