সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধান

সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা রক্তপাত ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনোভাবেই থামানো যাবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণের শুরুতেই তিনি জানান, বিজয়ের এই গৌরবময় দিনে তিনি জাতির সামনে দাঁড়িয়েছেন গভীরভাবে ব্যথিত হৃদয় নিয়ে।

প্রধান উপদেষ্টা বলেন, আনন্দের এই দিনে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে তিনি দেশবাসীকে জানাচ্ছেন—জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা কোনো একক ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হামলা নয়। এই আঘাত মূলত বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক যাত্রার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার জীবন রক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিক দোয়া কামনা করেন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করছে। হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তিনি দেশবাসীকে দৃঢ়ভাবে আশ্বস্ত করে বলেন—এই নৃশংস ষড়যন্ত্রে যারা জড়িত, তারা দেশে থাকুক বা বিদেশে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ কখনোই রুদ্ধ করতে পারবে না।

ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন ধৈর্য ও সংযম বজায় রাখেন। কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির আর কোনো দিন এই দেশের পবিত্র মাটিতে ফিরে আসার সুযোগ থাকবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement