মহান বিজয় দিবসে উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের সাইকেল র্যালি
Published : ১৫:২৯, ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি সাইন্সল্যাব হয়ে জাতীয় সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি। মহান বিজয় দিবস উপলক্ষ্যে এবারও ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী কর্মসূচি পালন করছে।”
তিনি আরও জানান, তরুণ সমাজকে স্বাস্থ্যসচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সারা দেশে একযোগে ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভাসহ বিভিন্ন ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শিবির সেক্রেটারি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে এনে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যা তরুণ সমাজ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে বলেন, বাকস্বাধীনতা হরণ ও রাজনৈতিক অস্থিরতা জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
মহান বিজয় দিবসে এমন শান্তিপূর্ণ ও উদ্দীপনামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এই র্যালি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।
বিডি/এএন



























