মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০০, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ভাষণে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয়ের চেতনা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দিকনির্দেশনা তুলে ধরবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ স্বাধীনতার ৫৩তম বিজয় দিবস উদযাপন করছে।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement