সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত, শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত, শোকের ছায়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৪, ১৬ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।

নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন পুলিশ পরিদর্শক (এসআই নিরস্ত্র) মোজাহারুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন। তারা দুজনই পাবনার ঈশ্বরদী ডিএসবি কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত এসআই মোজাহারুল ইসলাম রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের বাসিন্দা এবং মৃত নুর মোহাম্মদের ছেলে। অপরদিকে, এএসআই কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামের কছিমদ্দিনের সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, লালন শাহ সেতু পার হওয়ার পর ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement