২০২৬ আইপিএলের মিনি নিলামে পঞ্চম ক্রিকেটার হিসেবে ডাকা হয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রিনের নাম। নিলামের শুরু থেকেই তাকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়।
শেষ পর্যন্ত দীর্ঘ দরকষাকষি ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ক্যামরন গ্রিনকে নিজেদের স্কোয়াডে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের আগের রেকর্ডও ভেঙে দেন গ্রিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয় এবারের আইপিএল মিনি নিলাম। এই নিলামে ক্যামরন গ্রিনকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্সকে গুনতে হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি।
এই দামের মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটারে পরিণত হয়েছেন ক্যামরন গ্রিন। এর আগে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে রেকর্ড গড়েছিল কলকাতা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন গ্রিন।
নিলামের পঞ্চম খেলোয়াড় হিসেবে তার নাম ওঠার পর শুরুতে কলকাতার সঙ্গে দর হাঁকে রাজস্থান রয়্যালস। ১৬ কোটি রুপিতে থামার পরও রাজস্থান ১৩ কোটি ৮০ লাখ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তবে নিলামে ৬৪ কোটি রুপি বাজেট নিয়ে বসা কলকাতার সঙ্গে শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা।
নিলামের মাঝপথে কলকাতাকে কিছুটা চমকে দেয় চেন্নাই সুপার কিংস। গ্রিনকে দলে নিতে তারাও আগ্রহ দেখিয়ে দর বাড়াতে থাকে। তবে শেষ পর্যন্ত একচুলও ছাড় দেয়নি কলকাতা নাইট রাইডার্স। সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে একই নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
































