ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সংগঠনের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে মরদেহ সংরক্ষণ শেষে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ এলাকায় এসে অবস্থান নেবেন।
আরও জানানো হয়, শহীদ ওসমান হাদির পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউতে জোহরের নামাজের পর জানাজা আদায়ের পরিকল্পনা করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ফেসবুক পোস্টে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আজ ও আগামীকাল সবাইকে শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে কিংবা সহিংসতার সুযোগ না পায়।
এ ছাড়া পোস্টে স্পষ্ট করে জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার পাশাপাশি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।




























