শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির।

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে হাজারো ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ঘোষণা দেন—আজ থেকে শাহবাগ মোড়ের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। এ সময় তিনি বলেন, “ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।”

হাদির হত্যার প্রতিবাদে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেউ মিছিল নিয়ে, কেউ নিজ উদ্যোগে এসে বিক্ষোভে যোগ দেন। হাতে জাতীয় ও দলীয় পতাকা, মুখে জোরালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল—

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,
‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’,‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement