ভারতের অবস্থান: বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণ, হস্তক্ষেপ নয়

ভারতের অবস্থান: বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণ, হস্তক্ষেপ নয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৮, ১৯ ডিসেম্বর ২০২৫

ভারত বাংলাদেশের চলমান অস্থিতিশীল ও পরিবর্তনশীল পরিস্থিতি খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

ভারতের অবস্থান তুলে ধরেছেন ভারতের বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র, যিনি জানিয়েছেন যে নয়াদিল্লি বাংলাদেশের প্রতিটি ঘটনার প্রতি মনোযোগী থাকলেও সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তা অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল। বিশেষ করে তরুণ নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হয়েছেন যে এই ধরনের পরিস্থিতি বোঝার জন্য নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অপরিহার্য।

এদিকে, বাংলাদেশের একাংশ বিক্ষুব্ধ জনগণ দীর্ঘদিন ধরে নয়াদিল্লির নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। তাদের অভিযোগ, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে। বিশেষ করে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতের কোনো যোগসূত্র থাকার অভিযোগও শাহবাগে বিক্ষোভকারীরা তুলে ধরেছেন।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সাবধানী অবস্থান মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনআকাঙ্ক্ষাকে সম্মান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement