ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী ২ আসন নিয়ে ইসিতে হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী ২ আসন নিয়ে ইসিতে হাতাহাতি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩১, ২৪ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির সময় রোববার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) অফিসে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি দুপুর ১টার দিকে ঘটে।

এর আগে দুপুর ১২টায় আগারগাঁওয়ে অবস্থিত ইসি ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সভার সঞ্চালনা করেন। চারজন কমিশনারও উপস্থিত ছিলেন।

শুনানি কুমিল্লা অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে অনুষ্ঠিত হয়। চলাকালীন দুই পক্ষের উত্তেজনা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সরাসরি কাজ করতে দেখা যায়।

৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছিল। এতে ভোটার সমতার স্বার্থে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয় এবং বাগেরহাটে আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়ে।

রোববার থেকে শুরু হওয়া শুনানি ২৭ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ে সব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ইসি ৩০০ আসনের সংসদীয় এলাকার চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement