আ.লীগ ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিলেন মির্জা ফখরুল

আ.লীগ ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিলেন মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা আসলেই আর কিছু বলার থাকে না।

দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা দুর্ভাগ্যজনকভাবে নিজেদেরকেই ধ্বংস করেছে। দলটি তাদের রাজনৈতিক চরিত্র পুরোপুরি হারিয়ে এখন এক ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। ফলস্বরূপ, সাধারণ মানুষের কাছে তাদের আর ভালোবাসা বা আস্থা কোনোটি-ই নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যেসব ব্যক্তি গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছে— তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং দণ্ড পেতে হবে।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এ বিষয়টি নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। দেশে এ নিয়ে নানা কথা চলছে। আমার ব্যক্তিগত অবস্থান যেমন, আমাদের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানও স্পষ্ট করেছেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যদি কোনো দল গণহত্যায় জড়িত হয়, কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে অভিযুক্ত হয়, তাহলে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং শাস্তির আওতায় আসতে হবে।

সম্প্রতি কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘এই সময়’ মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে, যেখানে তিনি নাকি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দিয়েছেন। এ খবরে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে এ প্রসঙ্গে মির্জা ফখরুল জানিয়েছেন, তিনি ওই সাক্ষাৎকার দেননি।

বিএনপির পক্ষ থেকেও একাধিক বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। তার নামে প্রকাশিত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।আওয়ামী লীগ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা আসলেই আর কিছু বলার থাকে না। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা দুর্ভাগ্যজনকভাবে নিজেদেরকেই ধ্বংস করেছে। দলটি তাদের রাজনৈতিক চরিত্র পুরোপুরি হারিয়ে এখন এক ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। ফলস্বরূপ, সাধারণ মানুষের কাছে তাদের আর ভালোবাসা বা আস্থা কোনোটি-ই নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যেসব ব্যক্তি গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং দণ্ড পেতে হবে।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এ বিষয়টি নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে। দেশে এ নিয়ে নানা কথা চলছে। আমার ব্যক্তিগত অবস্থান যেমন, আমাদের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানও স্পষ্ট করেছেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যদি কোনো দল গণহত্যায় জড়িত হয়, কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে অভিযুক্ত হয়, তাহলে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং শাস্তির আওতায় আসতে হবে।

সম্প্রতি কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘এই সময়’ মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে, যেখানে তিনি নাকি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দিয়েছেন। এ খবরে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে এ প্রসঙ্গে মির্জা ফখরুল জানিয়েছেন, তিনি ওই সাক্ষাৎকার দেননি।

বিএনপির পক্ষ থেকেও একাধিক বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। তার নামে প্রকাশিত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement