বিএনপির রাজনীতিতে ভেদাভেদ নয়

বিএনপির রাজনীতিতে ভেদাভেদ নয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির রাজনীতি ভেদাভেদ নয়, সম্প্রীতির রাজনীতি চায়।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে ধর্ম, বর্ণ বা জাত নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে এবং আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির রাজনীতিতে ভেদাভেদের কোনো স্থান নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর, আমানীপুর, আলীপুর, কানধরপুর, গজারিয়া, জামধরপুর ও জলিলপুরসহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার ও পূজামণ্ডপ পরিদর্শনকালে মাহবুবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশের মতো হাওরাঞ্চলেও দুর্গাপূজার আমেজ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই, প্রত্যেক মানুষ তার ধর্ম পালনে স্বাধীন।

৩১ দফার গুরুত্ব তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, “হাওরবাসীর সব সমস্যার সমাধান ৩১ দফার মধ্যেই রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এটি। এ দফাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বের মধ্যে মর্যাদার আসন দখল করবে। তাই আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।”

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ফরাজি, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর হক, সদস্য ময়না মিয়া ও আজিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্যসচিব জায়েদ আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement