জনগণের ইচ্ছার বিপরীতে গেলে বিপদে পড়বেন: নাহিদ

জনগণের ইচ্ছার বিপরীতে গেলে বিপদে পড়বেন: নাহিদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৯, ২৮ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে যদি কোনো দল বা শক্তি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করে বা জাতীয় ঐক্য ভাঙার চেষ্টা চালায়,

তাহলে তাদের জন্য পরিস্থিতি হিতে বিপরীত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর ফলে তারা সংসদে প্রতিষ্ঠিত হতে পারবে না, সরকার টিকতে পারবে না এবং জনগণের আস্থা হারাবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি এখনও স্পষ্ট অবস্থান নিয়েছে। সনদ স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তা কাগজে সীমাবদ্ধ। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখাকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, সেই ভুলের পুনরাবৃত্তি আর বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। এজন্য সনদ অনুষ্ঠানে তারা স্বাক্ষর করেছেন না, তবে প্রয়োজনে স্বাক্ষর করতে রাজি।

নাহিদ ইসলাম শাপলা প্রতীক না প্রদানের বিষয়টি নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, কমিশন কোনো ব্যাখ্যা ছাড়াই মনোবাসনা চাপাতে চায়, যা অন্য কোনো শক্তির প্রভাব নির্দেশ করে।

এই কমিশন স্বাধীন নয়, ন্যায় বিচারের সক্ষম নয় এবং আইন অনুযায়ী কাজ করছে না, বরং গায়ে জোরে পরিচালিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এমন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না।

তবে নাহিদ জানিয়েছেন, শাপলা প্রতীক সংক্রান্ত আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হলে তারা প্রতীক গ্রহণে প্রস্তুত। তবে যদি এটিকে অংশগ্রহণে বাধা হিসেবে দেখা হয়, তবে রাজপথই তাদের একমাত্র পথ। তিনি যোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করে তারা এগোতে চান।

জোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। যদি জোটে যেতে হয়, তা অবশ্যই নীতিগত দৃষ্টিকোণ থেকে হবে। জুলাই সনদ ও সংস্কারের বিষয় এনসিপির জন্য গুরুত্বপূর্ণ। যারা দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং সংস্কারের পক্ষে থাকবে, সেই স্থান থেকে জোট বা নির্বাচনী সমঝোতার চিন্তা করা সম্ভব। তবে যারা সংস্কারের বিরোধী বা মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াবে, তাদের সঙ্গে জোটে যাওয়া হবে ভাবনার বিষয়।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির সময়সূচি অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি সব পক্ষকে অনিশ্চয়তা সৃষ্টি না করার আহ্বান জানান এবং ফ্যাসিবাদী ও পতিত শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement