তিন বিচারপতিকে শোকজের খবর ভুয়া, জানাল সুপ্রিম কোর্ট

তিন বিচারপতিকে শোকজের খবর ভুয়া, জানাল সুপ্রিম কোর্ট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৬, ২৮ অক্টোবর ২০২৫

কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যে “বিপুল সংখ্যক জামিন প্রদান করায় হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করা হয়েছে” — তা সম্পূর্ণ মূলথার সঙ্গে সত্য নয় বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।

মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ পাঠিয়েছেন।

সেই তিন বিচারপতি হিসেবে বলা হয়েছে—বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেনকে।

তবে সুপ্রিম কোর্ট প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রধান বিচারপতি উল্লিখিত তিনজনকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেননি। বরং এটি ছিল প্রশাসনিক পরিপ্রেক্ষিতে মামলা সংক্রান্ত কিছু প্রশ্ন — যেটি আদালত ব্যবস্থাপনার অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ এবং সাধারণত দপ্তরীয় আদলে তথ্যের জন্য চাওয়া হয়। অর্থাৎ, উদ্বেগ বা শাস্তিমূলক কোনো কার্যক্রম ছিল না; সংবাদে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং הציבורে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন হোয়াটসঅ্যাপে ও ফোনে ওই তিন বিচারপতিকে এ খবরের বিষয়ে অবহিত করেছেন—কিন্তু সেটি সম্পূর্ণ গোপনীয় ও প্রশাসনিক যোগাযোগ ছিল।

সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে, বিচার বিভাগ সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করবেন, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং জনগণ বিভ্রান্ত না হন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement