“বয়স শুধু একটা সংখ্যা”— এই কথাটিকেই বাস্তবে প্রমাণ করে চলেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। সময়ের সঙ্গে যেন আরও উজ্জ্বল হচ্ছেন তিনি।
অভিনয়ে নতুন রূপ, আত্মবিশ্বাস আর পরিপক্বতা নিয়ে ৩৫ বছর বয়সেও নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
নেটফ্লিক্সের “লাস্ট স্টোরিজ ২”-এর সুজয় ঘোষ পরিচালিত অংশে অভিনয়ের মাধ্যমে তামান্না যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন। আবার গত বছর “স্ত্রী ২” সিনেমার “আজ কি রাত” গানে নেচে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি।
সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, একসময় বলিউডে ৩০ পেরোনো নায়িকাদের সাধারণত সহ-চরিত্র বা গৌণ ভূমিকায় সীমাবদ্ধ রাখা হতো। কিন্তু এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা তাদের জন্যই গভীর ও শক্তিশালী চরিত্র লিখছেন— যা সিনেমা জগতের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।
তামান্না বলেন, “আগে ভাবতাম ৩০-এর পর হয়তো বিয়ে করে সংসার করব। কারণ তখনকার সময়ে পরিণত বয়সী নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না। কিন্তু এখন সময় বদলেছে। ২৭–২৮ বছর বয়সে এসে আমি নিজের ভেতরের শক্তিটা চিনেছি। আর তখনই দেখি, আমাদের বয়সী নারীদের জন্য দারুণ দারুণ চরিত্র তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “বয়স নিয়ে ভয়টা মানুষ পায় কেন, এখনো বুঝি না। বয়স তো এক অসাধারণ বিষয়— এর সঙ্গে আসে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, পরিপক্বতা। বয়স কখনোই কোনো সীমাবদ্ধতা নয়।”
আগামী দিনে তামান্নাকে দেখা যাবে “ও রোমি”, “ভ্যান–ফোর্স অব দ্য ফরেস্ট” এবং *“নো এন্ট্রি ২”*সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায়।
তার ভাষায়— “আমি এখন এমন এক সময় উপভোগ করছি, যখন নিজের কাজ, নিজের বয়স আর নিজের জীবন— তিনটিকেই সমান ভালোবাসতে শিখেছি।”v































