রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে মৃত্যুদণ্ড

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৭, ২৮ অক্টোবর ২০২৫

মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে আসামি জামিল মিয়া উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার ছিট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সরকারি কেঁৗসুলি অ্যাডভোকেট আফতাব

উদ্দিন মামলার বরাত দিয়ে বলেন, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছেলে জামিল মিয়া।

পরে সেই লাশ ঘরের মাটি খুঁড়ে পুতে রাখে। পরদিন সকাল থেকে জামিলা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলা বেগমের ঘরে গিয়ে এলাকাবাসী মেঝের মাটি উঁচু দেখতে পেয়ে জামিল মিয়া আটক করে।

জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মিয়া মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামিল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় এবং জামিলা বেগমের মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে।

এ ঘটনায় জামিলা বেগমের ভাই শামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করে।  মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত আসামি জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের হাতে মাকে খুন বা হত্যার ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক।

আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। পুলিশের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত রায় হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement