নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সাকি

নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সাকি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৬, ২৯ নভেম্বর ২০২৫

দলীয় স্বার্থে অন্ধ হয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে—এমন তীক্ষ্ণ অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে দলের সমাবেশে তিনি বলেন, দেশে বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি বিষয় এখন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হলে সংস্কারের যে ধারাবাহিকতা প্রয়োজন, তা আর এগোবে না। কিন্তু কিছু গোষ্ঠী নানা কারণে নির্বাচনকে বানচাল করার পথ বেছে নিচ্ছে।

জোনায়েদ সাকি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ওপর কয়েকটি রাজনৈতিক দল অস্বাভাবিক প্রভাব বিস্তার করেছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা সম্ভব এবং বর্তমান সুযোগ-সুবিধাই তাদের জন্য যথেষ্ট। তিনি মনে করেন, এই দলগুলো নিজেরা এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে নিজেদের স্বার্থের বাইরে জাতীয় স্বার্থকে তারা বিবেচনা করছেন না।

তার মতে, নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশের সংকট কেবল গভীরতর হবে। অর্থনীতি ইতিমধ্যে নাজুক পরিস্থিতিতে, তার ওপর বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা যুক্ত হয়ে দেশকে বড় ধরনের ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। এ অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া বা বানচাল করার চিন্তা কোনোভাবেই দেশের স্বার্থে হতে পারে না।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, নির্বাচন বানচালের যেকোনো উদ্যোগ রাষ্ট্র এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। যারা দলীয় স্বার্থে অন্ধ হয়ে এই প্রচেষ্টা চালাচ্ছেন, তারা অনেকেই পুরোপুরি সচেতনভাবেই এমন বিপজ্জনক সিদ্ধান্তে যুক্ত হয়েছেন।

তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের জনগণ নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করার কোনো প্রয়াস বরদাশ্ত করবে না। বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটিই এখন দেশের প্রধান জাতীয় প্রয়োজন। ইতিমধ্যে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তা সফলভাবে বাস্তবায়িত করলেই একটি নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement