ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর কার্যকরী পরিষদ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান ইমন।
এই নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে, মঙ্গলবার (২৫ নভেম্বর)। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে, যেখানে উপস্থিত ১১৪ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার ব্যবহার করেছেন।
নির্বাচনে সভাপতি পদে ইমরানুল আলম ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরাফাত হোসেন পান ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দিন ইসলাম রাজ ৬০ ভোট অর্জন করেন, আর তার প্রতিদ্বন্দ্বী নাইমুল হাসান পান ৫৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কামরুল হাসান ইমন ৭৬ ভোটে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার ঘোষ পান ৩৮ ভোট।
নির্বাচনের অন্যান্য ফলাফলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান বাতেন ও জালাল উদ্দিন আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাব্বির আনসারী। সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশিব আহমেদ, সহ-কোষাধ্যক্ষ ইউসুফ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মুশফিকুর রহমান রুম্মান এবং সহ-দপ্তর সম্পাদক হন সাব্বির খান।
খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন আরিফুর রহমান রিমন, পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হন জিন্নাহ মো. ইশতিয়াক। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনজুরুল ইসলাম রানা, মাইনুল ইসলাম রাজ ও শোয়েব সুমন।
কোষাধ্যক্ষ তারেক আজিজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুন নাহার মৌ, আইন বিষয়ক সম্পাদক শফি মোহাম্মদ এবং নারী বিষয়ক সম্পাদক মাহবুবা মানজুর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নবনির্বাচিত কার্যকরী পরিষদ দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং আগামী ২০২৭ সালের ২৭ নভেম্বর পর্যন্ত তাদের মেয়াদ থাকবে। ইটাবের প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহসীন উল হাকিম। নির্বাচনী কমিশনের অন্যান্য সদস্য ছিলেন পর্বতারোহী ও আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু, ট্রাভেলার উমর ফারুক পরাগ, ট্রাভেলার বিল্লাহ মামুন এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস মানু।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) দেশের তরুণ পর্যটন উদ্যোক্তাদের জন্য অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এবং তাদের উদ্যোগ ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


































