এখনও পুলিশের জিম্মায় ম্যারাডোনার হৃদপিণ্ড

এখনও পুলিশের জিম্মায় ম্যারাডোনার হৃদপিণ্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪২, ২৯ নভেম্বর ২০২৫

ডিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে গেছেন পাঁচ বছর আগে, কিন্তু তাঁকে সমাহিত করা হয়েছিল তাঁর দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়াই—হৃদযন্ত্র। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের সময় হৃদপিণ্ডসহ যকৃত, কিডনি ও আরও কয়েকটি অঙ্গ সংগ্রহ করা হয়। সেগুলোর মধ্যে ম্যারাডোনার হৃদযন্ত্র এখনো আর্জেন্টিনার পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে।

দিয়ারিও এএসের তথ্য অনুযায়ী, বুয়েনস আইরেস প্রাদেশিক পুলিশের প্যাথলজি দপ্তরে ফরমালিনে ভিজিয়ে বিশেষভাবে রাখা আছে অঙ্গটি। স্বাভাবিক হৃদ্‌যন্ত্রের তুলনায় প্রায় দ্বিগুণ—৫০৩ গ্রাম ওজন ছিল ম্যারাডোনার হৃদপিণ্ডের। তাতে পাওয়া গেছে একাধিক মাইক্রো-ইনফার্কশনের দাগ, যা রক্ত চলাচল ব্যাহত হয়ে কোষমৃত্যুর প্রমাণ দেয়। তদন্তে এই অঙ্গটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হওয়ায় এর নিরাপত্তা আরও জোরদার করা হয়।

আর্জেন্টিনার বিচার বিভাগীয় নথিতে উল্লেখ আছে যে, কিছু গোষ্ঠী হৃদ্‌যন্ত্রটি চুরি করে ‘স্মারক’ বানানোর পরিকল্পনা করেছিল। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়—ম্যারাডোনার মরদেহের সঙ্গে হৃদযন্ত্রটি আর সমাহিত করা যাবে না।

বর্তমান সংরক্ষণ নীতিমালা অনুযায়ী, অন্তত দশ বছর এই অঙ্গ পুলিশের জিম্মায় থাকবে। এরপর পরিবারের মতামত, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হবে—হৃদযন্ত্রটি শেষ পর্যন্ত ম্যারাডোনার কবরেই ফিরিয়ে দেওয়া হবে কি না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement