তারেক রহমানের প্রত্যাবর্তনে ৩০০ ফিটে জরুরি স্বাস্থ্যসেবায় ১৭ অ্যাম্বুলেন্স প্রস্তুত

তারেক রহমানের প্রত্যাবর্তনে ৩০০ ফিটে জরুরি স্বাস্থ্যসেবায় ১৭ অ্যাম্বুলেন্স প্রস্তুত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৭, ২৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

নেতাকর্মীদের ব্যাপক সমাগমের কারণে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে জরুরি চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকেন। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কুড়িল বিশ্বরোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সমাবেশস্থলে রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সের গায়ে লেখা রয়েছে—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। এসব অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম রাখা হয়েছে।

অ্যাম্বুলেন্সচালক সুমন জানান, মোট ১৭টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশ শুরু হওয়ার আগেই সব অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে, যাতে কোনো নেতাকর্মী অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায়।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের আদরের পোষা বিড়াল ‘জেবু’। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement