হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিশেষভাবে প্রস্তুত একটি বুলেটপ্রুফ বাস এসে পৌঁছেছে।
বাসটি লাল-সবুজ রঙে সুসজ্জিত করা হয়েছে এবং এর গায়ে বিএনপির শীর্ষ নেতাদের বড় আকারের প্রতিকৃতি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে, যা পুরো এলাকায় আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে।
নিরাপত্তার কথা মাথায় রেখে বাসটির জানালাগুলো বিশেষ সুরক্ষিত করা হয়েছে। সিআইপি গেটে প্রবেশের সময় বাসটির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
বিএনপির এক স্থায়ী কমিটির সদস্যের বরাতে জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষ হলে তারেক রহমান এই বুলেটপ্রুফ বাসে করেই সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি তার অসুস্থ মায়ের খোঁজখবর নেবেন। এরপর হাসপাতাল থেকে তিনি ৩০০ ফিট সড়ক বা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ওই জনসভাটি পরিচালনা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের নিরাপদ আগমন ও চলাচল নিশ্চিত করতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।



























