আলী রীয়াজের কাঁধে নতুন দায়িত্ব
Published : ০১:৪০, ২৫ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে।
তিনি এই দুই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট সংক্রান্ত সকল জনসচেতনতামূলক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব অধ্যাপক আলী রীয়াজের ওপর ন্যস্ত থাকবে।
এর আগে অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষাজীবনে অধ্যাপক আলী রীয়াজ আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগে ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়ায় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
বিডি/এএন































