যুক্তরাজ্যের লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তাকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তার উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সিলেটে পৌঁছানোর পরপরই তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুভূতি প্রকাশ করে লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”—এই একটি বাক্যেই ধরা পড়ে তার দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার আবেগ।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিমানবন্দরে নামার পর সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় জড়ো হতে শুরু করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, আর নেতাকর্মীদের মুখে মুখে একটিই স্লোগান— “লিডার আসছে।”



























