বিমানবন্দরে স্বাগত জানালেন সিনিয়র নেতারা

বিমানবন্দরে স্বাগত জানালেন সিনিয়র নেতারা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার পরিকল্পনা রয়েছে, যা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই তিনি একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে এবং প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, বুধবার রাত থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। উৎসবমুখর পরিবেশে সমবেতদের মুখে মুখে একটাই স্লোগান— ‘লিডার আসছে’।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement