আজ বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

আজ বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৭, ১৬ জানুয়ারি ২০২৬

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক সমাজের উদ্যোগে একটি শোকসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত কর্মসূচি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং প্রয়াত নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক আয়োজন।

সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও নিয়মাবলি তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, অনুষ্ঠানের পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে শোকসভাস্থলে সেলফি তোলা, হাততালি দেওয়া কিংবা দাঁড়িয়ে থাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সাদা ও কালো রঙের পোশাক পরিধান করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা প্রসঙ্গে আয়োজকরা জানান, দুপুর ১২টা থেকে শোকসভাস্থলে প্রবেশের গেট খুলে দেওয়া হবে। প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং অনুষ্ঠান শেষে বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের যানবাহন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার ব্যবস্থা থাকবে। তবে বকুলতলা গেট, অর্থাৎ গেট নম্বর ১২ দিয়ে কেবল হেঁটে প্রবেশ করা যাবে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আমন্ত্রণপত্র ছাড়া কেউ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজন অনুযায়ী বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। একইভাবে মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরাই কেবল শোকসভায় প্রবেশের অনুমতি পাবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement