এবার রাজধানীর আরো এক স্থানে আগুন

এবার রাজধানীর আরো এক স্থানে আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৭, ১৬ জানুয়ারি ২০২৬

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। তবে এ মুহূর্তে আগুন লাগার প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।

এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ছয়জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আগুনের খবর দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায়। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। তারা ভবনের ভেতরে আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করেন। আহত ও উদ্ধারকৃতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

তবে ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ বা দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ছয়জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং অবশেষে সকাল ১০টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) এবং রাহাব (১৭)। বাকি তিনজন নিহত হলেন আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং দুই বছরের শিশু রিসান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের ছয়জনের জীবনহানি দেশবাসীকে গভীরভাবে শোকাহত করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement