ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই বৈঠকে সৌজন্যের অংশ হিসেবে তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। বিষয়টিকে ‘পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মাচাদো তার করা কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারের পদকটি তাকে উপহার দিয়েছেন। তিনি লেখেন, এটি তার জন্য বিশেষ সম্মানের।
ট্রাম্প আরও বলেন, মারিয়া কোরিনা মাচাদো একজন অসাধারণ নারী, যিনি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে লড়াই করে এসেছেন। তার সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি নিজের জন্য বড় সম্মান হিসেবেও উল্লেখ করেন।
এদিকে, দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের পদকটি গ্রহণ করেছেন।
হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মারিয়া কোরিনা মাচাদো। তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন। পাশাপাশি বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্কের ইতিহাস, পারস্পরিক বোঝাপড়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
































