রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৯, ১৬ জানুয়ারি ২০২৬

আজ (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় একটি ছয়তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

নিহত ছয়জনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। বাকি নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের কারও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত ওই ভবনটিতে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মাত্র চার মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ৭টা ৫৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পর উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং দ্রুত সেখানে পৌঁছে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টার ফলে সাততলা ভবনটির ওপরের তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।

তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement