প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করেনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক তথ্যে বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক সময়ে যে দাবি ছড়িয়েছে—যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেছে—তা সঠিক নয়। বাস্তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য কেবল অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করা হয়নি।
বাংলাফ্যাক্ট আরও উল্লেখ করে, বাংলাদেশসহ এসব দেশের নাগরিকদের জন্য শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রেই এই স্থগিতাদেশ প্রযোজ্য। অথচ দেশীয় কিছু গণমাধ্যমে ভুলভাবে প্রকাশ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের ভাষ্য অনুযায়ী, প্রকৃত সিদ্ধান্তটি ছিল অভিবাসী ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত রাখা নিয়ে। নন-ইমিগ্র্যান্ট ভিসা—যার আওতায় শিক্ষা, চিকিৎসা, পর্যটন ও ব্যবসা সংক্রান্ত ভিসা অন্তর্ভুক্ত—এই সিদ্ধান্তের বাইরে রয়েছে এবং সেগুলোর কার্যক্রম আগের মতোই চালু আছে।




























