দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত!—সত্য না গুজব?

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত!—সত্য না গুজব? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৪, ১৬ জানুয়ারি ২০২৬

বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে প্রেমের গুঞ্জনে এই মুহূর্তে বেশ উত্তপ্ত বি–টাউন। ঠিক এমন সময়েই চাঞ্চল্যকর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে।

দিশার কথিত প্রেমিকের সাবেক সঙ্গীর দেওয়া সেই সতর্কতামূলক পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে তুমুল শোরগোল।

বিনোদন অঙ্গনে শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দিশা পাটানি। এই জল্পনার মধ্যেই আলোচনায় উঠে এসেছে তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট। সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, তার লেখার ইঙ্গিতকে অনেকেই বেশ গুরুতর ও বিস্ফোরক বলে মনে করছেন।

ওই পোস্টে সোনি কৌর লেখেন, বিষয়টি কেবল এইচআইভি (HIV) বা যৌনবাহিত রোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; কিছু মানুষ অভিশাপের পাশাপাশি দুর্ভাগ্যও বয়ে আনে। তাই কার সঙ্গে রাত কাটানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এই বক্তব্য ঘিরেই শুরু হয় নানা ব্যাখ্যা ও জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পোস্টে কারও নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবুও নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন—সোনির এই মন্তব্য মূলত তালবিন্দর সিং সিধুকেই ইঙ্গিত করে লেখা।

এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দিশার নতুন এই ঘনিষ্ঠ মানুষটি কি সত্যিই কোনো গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন? তবে এসব জল্পনার বিষয়ে এখন পর্যন্ত দিশা পাটানি কিংবা তালবিন্দর—দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠ উপস্থিতি থেকেই এই প্রেমের গুঞ্জনের শুরু।

সেখানে তাদের পারস্পরিক রসায়ন অনেকের নজর কাড়ে। আর সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট নতুন করে দিশা–তালবিন্দর সম্পর্ক নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement